ঢাকা, বৃহস্পতিবার ০২, মে ২০২৪ ১১:০০:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চাকরিজীবী নারীদের ঘরে থাকার নির্দেশনা তালেবানের

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২০ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

আফগানিস্তানের রাজধানী কাবুলের সরকারি চাকরিজীবী নারীদের ঘরে থাকার নির্দেশ দিয়েছেন কাবুলের মেয়র হামদুল্লাহ নোমান।

রোববার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, কিছু সময় নারীদের কাজ করা থেকে বিরত থাকা প্রয়োজন বলে মনে করছে তালেবান।

কাবুলের মেয়র জানান, রাজধানীর নগর প্রশাসনের সব বিভাগ মিলে প্রায় ৩ হাজার কর্মী আছে। যার এক-তৃতীয়াংশই নারী। এদের মধ্যে কিছু নারী কাজ করতে পারবেন।

তিনি বলেন, কিন্তু আরও পদ আছে যা অন্যরা (পুরুষ) পূরণ করতে পারে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা তাদের (নারী) ঘরে থাকতে বলেছি। তাদেরকে বেতন দেওয়া হবে।

শুক্রবার নারী বিষয়ক মন্ত্রণালয় বন্ধ করে দিয়েছে তালেবান এবং সেখানে এমন একটি বিভাগ খোলা হয়েছে যা একসময় কঠোর ধর্মীয় মতবাদ প্রয়োগ করতো।

বিবিসি জানায়, রোববার বন্ধ হয়ে যাওয়া নারী মন্ত্রণালয়ের বাইরে কিছু নারী বিক্ষোভ করেছেন। এছাড়া আরও কিছু নারী তাদের অধিকারের দাবিতে সংবাদ সম্মেলন করেন।

এদিকে গত সপ্তাহে আফগানিস্তানে মাধ্যমিক বিদ্যালয় খুললেও শুধু ছাত্র ও পুরুষ শিক্ষকরা বিদ্যালয়ে যেতে পারছেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মেয়েদের ও নারী শিক্ষকদের বিদ্যালয়ে যেতে নিষেধ করা হয়েছে। স্কুলছাত্রীরা বলেছে, তারা বিদ্যালয়ে না ফিরতে পেরে ভেঙ্গে পড়েছে। সবকিছু খুব অন্ধকারাচ্ছন্ন লাগছে।

গত ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপর তালেবানের পক্ষ থেকে বলা হয়েছিল, এবার নারী অধিকারের প্রতি সম্মান দেখাবে তারা। তবে তা হবে শরিয়াহ আইনের মধ্যে থেকে।