ঢাকা, শনিবার ২০, ডিসেম্বর ২০২৫ ১৫:৪৯:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কিউই নারী ক্রিকেটারদের জন্য বৃটেনে অতিরিক্ত নিরাপত্তা

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫২ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্রিটেন সফররত নিউজিল্যান্ড নারী জাতীয় দলের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ মঙ্গলবার একটি হুমকিপূর্ণ ই-মেইল পাবার পর এ উদ্যোগ নেওয়া হয়।

গত সপ্তাহে হঠাৎ করে নিরাপত্তা শঙ্কায় পুরুষ দলের পাকিস্তান সফর বাতিল করেছিল নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। সর্বশেষ হুমকিটি চূড়ান্তভাবে ‘বিশ্বাসযোগ্য নয়’ বলে মনে করা হয়েছিলো।

কিন্তু এবার  নিউজিল্যান্ডের  পক্ষ থেকে  বলা হয়েছে, ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সাথে যোগাযোগের মাধ্যমে নারী দলের আশেপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে। মঙ্গলবার লিস্টারে ইংল্যান্ড নারী দলের বিপক্ষে ম্যাচ খেলার  কথা রয়েছে কিউই নারীদের।

বোর্ডের পক্ষ এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এনজেডসি সম্পর্কিত একটি হুমকিপূর্ণ ই-মেইল পেয়েছে ইসিবি। যদিও এটি বিশেষভাবে হোয়াইট ফার্নসের পক্ষ থেকে নয়, তবে এটিকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে। সেই সাথে তদন্ত করা হচ্ছে এবং এটি বিশ্বাসযোগ্য নয়ও বলে মনে হচ্ছে।’

তারা আরও জানায়, ‘হোয়াইট ফার্নস  লিস্টারে পৌঁছেছে এবং সতর্কতা হিসেবে তাদের চারপাশের নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

পাকিস্তান  ভ্রমণের বিষয়ে উদ্বেগ বাড়ছে উল্লেখ করে আগামী মাসে পাকিস্তানে সাদা বলের সিরিজ থেকে পুরুষ ও নারী দলকে প্রত্যাহার করা হয়েছে।

গত শুক্রবার রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচ শুরু হবার আগ মুর্হূতে নাটকীয়ভাবে পাকিস্তান সফর বাতিলের সিদ্ধান্ত নেয় ব্লাক-ক্যাপসার।

‘সুনির্দিষ্ট এবং বিশ্বাসযোগ্য হুমকি’ দেয়া হয়েছে কি-না, এ বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকার করছে এনজেডসি।