ঢাকা, বুধবার ০৮, মে ২০২৪ ১৪:৫৩:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শাওমির বিরুদ্ধে ‘গোপনে তথ্য সংগ্রহ করে’ পাচারের অভিযোগ

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৬ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

স্মার্টফোন নির্মাতা জায়ান্ট প্রতিষ্ঠান শাওমির বিরুদ্ধে তাদের গ্রাহকের তথ্য ‘গোপনে সংগ্রহ করে’ সিংগাপুরে পাঠানোর অভিযোগ উঠেছে। ইউরোপের দেশ লিথুনিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের এক প্রতিবেদনে দাবি করেছে, চীনা এই প্রতিষ্ঠানটির ডিভাইসে ‘বিল্ট ইন’ এমন কিছু সেন্সরশিপ আছে এবং এই সেন্সর ব্যবহার করে ব্যবহারকারীর ডেটা সংগ্রহ করে এনক্রিপ্টেড অবস্থায় আলাদা সার্ভারে পাঠাচ্ছে। দেশটির নাগরিকদের এই ব্র্যান্ডের ফোন কেনা থেকে বিরত থাকতে এবং প্রয়োজনে পুরনো ফোনগুলো ‘ফেলে দেওয়া’র পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ইউরোপে বিক্রি হওয়া শাওমির ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোতে ‘তিব্বত মুক্ত করো (Free Tibet)’, ‘তাইওয়ানের স্বাধীনতা দীর্ঘজীবি হোক (Long live Taiwan independence)’ এবং ‘গণতন্ত্র আন্দোলন (democracy movement)’-এর মতো স্লোগান চিহ্নিত করে সেন্সর করার বিল্ট-ইন ক্ষমতা আছে। 

লিথুয়ানিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার’ থেকে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের অঞ্চলের জন্য শাওমির এমআই ১০টি ৫জি মোবাইল ফোনটিতে এই ফিচার বন্ধ করে রাখা হয়েছে। তবে সেটি যে কোনও সময় দূর থেকেই চালু করে দেওয়া সম্ভব।