ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ২১:২৩:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

অগ্নিকন্যা প্রীতিলতার প্রয়াণ দিবস আজ 

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২০ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার

অগ্নিকন্যা প্রীতিলতা

অগ্নিকন্যা প্রীতিলতা

ব্রিটিশবিরোধী সশস্ত্র আন্দোলনের অন্যতম পুরোধা অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রয়াণ দিবস আজ ২৩ সেপ্টেম্বর।

প্রীতিলতার ডাকনাম রাণী, ছদ্মনাম ফুলতার। ১৯১১ সালের ৫ মে মঙ্গলবার চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তিনি। 

বীরকন্যা প্রীতিলতার আবির্ভাব তৎকালীন পূর্ববঙ্গে জন্ম নেয়া এই বাঙালি বিপ্লবী সূর্য সেনের নেতৃত্বে তখনকার ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন এবং জীবন বিসর্জন করেন। ১৯৩২ খ্রিষ্টাব্দে চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব দখলের সময় তিনি ১৫ জনের একটি বিপ্লবী দল পরিচালনা করেন। প্রীতিলতার দলটি ক্লাবটি আক্রমণ করে এবং পরবর্তীতে পুলিশ তাদের আটক করে। পুলিশের হাতে গ্রেফতার এড়াতে প্রীতিলতা সায়ানাইড পান করে আত্মহত্যা করেন।

প্রীতিলতা ওয়াদ্দেদার বাবা ছিলেন মিউনিসিপ্যাল অফিসের হেড কেরানী জগদ্বন্ধু ওয়াদ্দেদার এবং মা প্রতিভাদেবী। তাদের ছয় সন্তানঃ মধুসূদন, প্রীতিলতা, কনকলতা, শান্তিলতা, আশালতা ও সন্তোষ। 

দেশের জন্য, দেশের মানুষের মুক্তির জন্য, পরাধীন দেশকে স্বাধীন করতে, অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে গিয়ে আত্মহতি দানকারী, ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহিদ অগ্নীযুগের শ্রেষ্ঠ সন্তান বীরকন্যা প্রীতিলতা। প্রয়াণ দিবসে তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।

: ট্রেস জফি