ঢাকা, রবিবার ২৮, এপ্রিল ২০২৪ ২২:৫৪:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যেসব কেন্দ্রে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকার ৭টি কেন্দ্রে বৃহস্পতিবার থেকে আবারও ফাইজারের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। বিদেশগামীদের পাশাপাশি অন্যদেরও এই টিকা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (টিকাদান) ডা. শামসুল হক।

ফাইজারের টিকা দেওয়া কেন্দ্রগুলো হলো- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল, মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতাল ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। একই সঙ্গে এসব কেন্দ্রে অন্য টিকাদান কার্যক্রমও চলবে।

ফাইজারের টিকা দেওয়া নিয়ে এখন আর সমস্যা হবে না জানিয়ে ডা. শামসুল হক জানান, সপ্তাহ খানেকের মধ্যে ফাইজারের আরও ২০ লাখ ডোজ টিকা দেশে আসছে।

ফাইজারের টিকার পাশাপাশি ঢাকার বাইরে দেশজুড়ে এখন ব্যাপক হারে সিনোফার্মের টিকাদানও চলবে বলে জানান শামসুল হক।