ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ১১:১০:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আবারো বাড়লো সোনার দাম

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৫:৪৪ পিএম, ২৭ নভেম্বর ২০১৭ সোমবার

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্সে সমিতি (বাজুস)। রোববার থেকে বর্ধিত দাম কার্যকর হবে। সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন দাম অনুযায়ী ভরিতে ভাল মানের সোনার দাম বাড়বে এক হাজার ৪০০ টাকা। পাশাপাশি অন্যান্য মানের সোনার দাম বাড়ছে ভরিতে ৫৫০ থেকে এক হাজার ২৮৩ টাকা পর্যন্ত।

বাজুস সাধারণ সম্পাদক ও ডায়মণ্ড ওয়ার্ল্ডের সত্ত্বাধিকার দিলীপ কুমার আগরওয়ালা গণমাধ্যকে বলেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ার কারণে দেশের বাজারে তা সমন্বয় করতে এ দাম বাড়ানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, রোববার থেকে ২২ ক্যারেট মানের প্রতি ভরি সোনার দাম পরবে ৪৯ হাজার ২২২ টাকা।

এদিকে টিআইবি এক সংবাদ সম্মেলনে বলেছে চোরাচালানের কারণে বাড়ছে সোনার দাম।