ঢাকা, বৃহস্পতিবার ২৫, এপ্রিল ২০২৪ ২২:০৫:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সাবিনার হ্যাটট্রিকে হংকংকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ 

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৩ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

সাবিনা খাতুনের হ্যাটট্রিকে হংকং নারী ফুটবল দলকে ৫-০ গোলে হারাল বাংলাদেশ। সাবিনা খাতুন একাই চার গোল করেন।

রোববার উজবেকিস্তানের জার একাডেমি ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে হংকংকে ৫-০ গোলে হারায় বাংলাদেশ নারী ফুটবল দল। 

ম্যাচের ১৮ মিনিটে তহুরা খাতুন গোল করে বাংলাদেশকে লিড এনে দেন। প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট দুই আগে অধিনায়ক সাবিনা খাতুনের গোলে বাংলাদেশ ব্যবধান বাড়ায়। দ্বিতীয়ার্ধে আরো তিনটি গোল করেন সাবিনা খাতুন। ৫৩ মিনিটে সাবিনা নিজের জোড়া গোল ও দলের হয়ে তৃতীয় গোল করেন। চার মিনিট পর নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন সাবিনা। 

৮৫ মিনিটে সাবিনা আরেক গোল করলে বাংলাদেশ ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে। 

বাংলাদেশ ও হংকং দুই দলই এএফসি মহিলা এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে উজবেকিস্তান যায়। দুই দলই চূড়ান্ত পর্বে উঠতে ব্যর্থ হয়। 

বাংলাদেশ জর্ডান ও ইরান দুই দলের বিপক্ষেই ০-৫ গোলের ব্যবধানে হারে। অন্যদিকে হংকং ফিলিস্তিনের বিপক্ষে হারলেও নেপালের বিরুদ্ধে ড্র করেছিল। 

বাংলাদেশ ও হংকং দেশে ফেরার আগে একটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করে। দুই দেশের ফেডারেশন সম্মত হওয়ায় এই ম্যাচ অনুষ্ঠিত হয়।