ঢাকা, শুক্রবার ০৩, মে ২০২৪ ৬:২৩:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নবাবগঞ্জ চোর সন্দেহে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৯ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২১ সোমবার

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

টিকা নিতে আসা এক নারীকে চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পপি আক্তার (২৫) নামে আরেক নারীকে গুরুতর আহতাবস্থায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত নারীর নাম রুনা আক্তার (২৫) ।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার দুপুরে উপজেলার বাহ্রা ইউনিয়নের বলমন্ত চর সেতুর ঢালে হযরত আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে হযরত আলী ও তার স্ত্রী জহুরা বেগম পলাতক রয়েছেন। আহত পপি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ডহর মন্ডল গ্রামের মহরম আলীর মেয়ে ও নিজামুদ্দিনের স্ত্রী বলে জানা গেছে। নিহত রুনা একই উপজেলার বাসিন্দা। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, হযরত আলীর স্ত্রী জহুরা বেগম রবিবার সকালে করোনার টিকা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লাইনে দাঁড়ান। ভিড়ের মধ্যে বেলা ১১টার দিকে জহুরা বেগম তার গলায় থাকা স্বর্ণের চেইন দেখতে না পেয়ে পাশে দাঁড়ানো দুই নারীকে সন্দেহ করেন। পরে তাদের আটক করে জহুরা বেগম তার স্বামী হযরত আলীকে খবর দেয়। তার স্বামী এসে ওই দুই নারীকে ধরে বাড়ি নিয়ে যায়। এসময় বাড়ির লোকজন জড়ো হয়ে তাদের পিটুনি দিলে ঘটনাস্থলেই একজনের নারী মৃত্যু হয়। অন্যজনের অবস্থা খারাপ হলে তাকে দ্রুত নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

সংবাদ পেয়ে নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম পুলিশের অন্য সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক মৃত্যুঞ্জয় কির্তনীয়া জানান, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।