১৯ বছর পর শাজনীন হত্যাকারীর ফাঁসি কার্যকর
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১১:১৪ পিএম, ২৯ নভেম্বর ২০১৭ বুধবার | আপডেট: ০১:৪৫ পিএম, ৫ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার
দীর্ঘ উনিশ বছর পর শাজনীন হত্যা মামলার আসামি শহীদুল ইসলামের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আজ বুধবার রাত পৌনে ১০টায় গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে শহীদুলের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। শাজনীন ট্রান্সকম গ্রুপের কর্ণধার লতিফুর রহমানের মেয়ে।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রাত পৌনে ১০টার দিকে শহীদুলের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মৃত্যুদণ্ড কার্যকর করেন রাজু জল্লাদ। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সিভিল সার্জন, পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৯৯৮ সালের ২৩ এপ্রিল রাজধানীর গুলশানে নিজ বাড়িতে নিহত হন শাজনীন তাসনিম রহমান। শাজনীন তখন স্কলাস্টিকা স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।
রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছিলো শহীদুল। কিন্তু তা খারিজ হওয়ায় কারাবিধি অনুযায়ী আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হয়।
শহীদুল শাজনীনদের বাড়ির পরিচারক ছিলো। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়।
