ঢাকা, শনিবার ০৪, মে ২০২৪ ০:২৬:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

লক্ষ্মীপুরে মা-মেয়েকে নির্যাতন, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০৮ পিএম, ৪ অক্টোবর ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

লক্ষ্মীপুরের রায়পুর থানায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মামলা করায় রোকেয়া বেগম ও তার মেয়ে জান্নাতুল ফেরদৌসকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে।  এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন সহিদ মোবারক ও আলমগীর হেসেন।

সোমবার (৪ অক্টোবর) দুপুরে গুরুতর আহত অবস্থায় মা ও মেয়েকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

এর আগে সকালে উপজেলার উত্তর কেরোয়া গ্রামে মা ও মেয়ের ওপর নির্যাতনের ঘটনা ঘটে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অনেকদিন ধরে শহীদ মুক্তিযোদ্ধা মোস্তফার ছেলে মৃত খোরশেদ আলমের পরিবারের সঙ্গে সহিদ মোবারকের সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) খোরশেদের স্ত্রী রোকেয়াকে মারধর করেন তার দেবর মোবারক।

এ ঘটনায় চারজনকে জনকে আসামি করে থানায় মামলা করেন ভুক্তভোগী রোকেয়া। এতে ক্ষুব্ধ হয়ে সোমবার সকালে ৭ থেকে ৮ জন মিলে বিরোধপূর্ণ্ সম্পত্তিতে সুপারি পাড়তে যান। এসময় রোকেয়া ও তার মেয়ে জান্নাত বাধা দিতে গেলে তাদের মারধর করেন সহিদ মোবারক ও তার সঙ্গীরা। এতে গুরুত্বর আহত হয়ে তারা হাসপাতালে ভর্তি হন।  

তারা আরো জানান, পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গিয়ে অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করে।