ঢাকা, মঙ্গলবার ০৭, মে ২০২৪ ৫:২২:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পেঁয়াজের বাজারে আগুন,কেজি ৮০ টাকা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৭ পিএম, ৭ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর খুচরা বাজারে হঠাৎ পেঁয়াজের দাম উদর্গতি ।  কেজি ৮০ টাকা গিয়ে ঠেকেছে। পূজার কারণে ভারত থেকে পেঁয়াজের আমদানি কম আসছে এবং সেখানেও দাম বাড়ার ফলে বাংলাদেশের বাজারেও বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। 

পেঁয়াজের বাজারে আগুন
জানা গেছে, খুচরা বাজারে পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা। আর পাইকারিতে পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৬৭-৭০ টাকা। অথচ গত পাঁচদিন আগে খুচরা বাজারে পেঁয়াজের কেজি ৪৫ টাকা বিক্রি হয়। আর পাইকারিতে কেজি ছিল ৪০ টাকা। এ হিসাবে চারদিনের ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম ৩৫ টাকা বেড়েছে।

গতকাল বুধবার (৬ অক্টোবর) কারওয়ানবাজারে গিয়ে দেখা যায় পেঁয়াজের বাজারে আগুন। বর্তমানে পরিস্থিতিতে পেঁয়াজের এত দাম  তার পাশাপাশি বাজারে অন্যসব সবজির দামও চড়া।’

কারওয়ান বাজারের ব্যবসায়ীরা বলেন, পেঁয়াজের দাম বাড়ার চিত্র দেখে আমরাও অবাক। কারণ, বাজারে সরবরাহের ঘাটতি নেই। ভারত পেঁয়াজ দেয়া বন্ধ করেনি। তবে ভারতেও পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে। যে কারণে আমাদের বাজারে পেঁয়াজের দাম যতটুকু বাড়ার কথা তার থেকে বেশি বেড়েছে বলে মনে হচ্ছে।

ব্যবসায়ীরা আরও বলেন, কাঁচামালের দাম নির্ভর করে সরবরাহের ওপর। বাজারে মাল বেশি থাকলে দাম কমবে। আবার মালের ঘাটতি থাকলে দাম বাড়বে, এটাই স্বাভাবিক।