ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ৬:৫৭:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

প্রেস ক্লাবে সন্ধানী চক্ষু চিকিৎসা ক্যাম্পে ২শ’ জনকে সেবা প্রদান

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৪২ পিএম, ৭ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় প্রেস ক্লাবের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসা ক্যাম্পে আজ ক্লাবের প্রায় ২শ’ সদস্য ও কর্মকর্তা-কর্মচারী চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। 
সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সহায়তায় এই চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। অনুষ্ঠানে মরনোত্তর চক্ষুদানেরও অঙ্গীকার করা হয়।

চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালনা শেষে সমাপনী অনুষ্ঠানে প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন চিকিৎসা সেবা প্রদানের জন্য সন্ধানীকে ধন্যবাদ জানিয়ে বলেন, সন্ধানীর সহযোগিতার ফলে ক্লাবের সদস্যরা বিশেষ উপকৃত হয়েছে।

স্বাস্থ্য ও সদস্য কল্যাণ উপ-কমিটির আহ্বায়ক বখতিয়ার রানার পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাঈনুল আলম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সন্ধানী চক্ষুদান সমিতির পক্ষ থেকে অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু। এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবে সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ, যুগ্ম সম্পাদক আশরাফ আলী, ব্যবস্থাপনা কমিটির সদস্য সৈয়দ আবদাল আহমদ প্রমুখ। 
অনুষ্ঠানে অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু বলেন, প্রেস ক্লাবে এ ক্যাম্প পরিচালনা করতে পেরে সন্ধানী সম্মানিতবোধ করছে। তিনি ভবিষ্যতেও প্রেস ক্লাবে তাদের চিকিৎসা সহায়তা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন।

উল্লেখ্য, সন্ধানী চক্ষু হাসপাতালের চীফ কনসালটেন্ট অধ্যাপক ডা. মালিক ইফতেখার সিদ্দীক-এর নেতৃত্বে ৯ সদস্যের চিকিৎসা টিম এ চক্ষু ক্যাম্প পরিচালনা করেন। চক্ষু বেঁচে থাক চোখের আলোয় এই শ্লোগান সম্বলিত একটি লিফলেটও সেবাগ্রহণকারীদের মধ্যে বিতরণ করা হয়।