ঢাকা, রবিবার ০৫, মে ২০২৪ ৮:৪৮:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মাকে নির্যাতনের অভিযোগে ছেলের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২৫ পিএম, ৯ অক্টোবর ২০২১ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌরসভার পূর্ব-তিমিরপুর গ্রামে মাকে নির্যাতন করায় ছেলে মিশন মিয়াকে  ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন একথা জানান। 

এর আগে শুক্রবার (৮ অক্টোবর) রাতে অভিযুক্তকে এ দণ্ডাদেশ দেন মহি উদ্দিনের আদালত।

জানা গেছে, মিশন মিয়া বিবাহিত হলেও বেকার। মা দর্র্জির কাজ করে সংসার চালান। প্রায়ই মাকে টাকার জন্য মারধর ও আসবাবপত্র ভাংচুর করতেন  মিশন মিয়া। শুক্রবার সন্ধ্যায় মিশন মিয়া টাকার জন্য মায়ের উপর অমানবিক নির্যাতন শুরু করেন। এক পর্যায়ে দা নিয়ে মাকে মারতে গেলে তার চিৎকারে আশপাশের লোকজন মিশন মিয়াকে আটক করে।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিনের নেতৃত্বে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মিশন মিয়াকে ১০ মাস ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।