ঢাকা, রবিবার ০৫, মে ২০২৪ ১৯:৩৮:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০০ এএম, ১২ অক্টোবর ২০২১ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

বিশ্বজুড়ে করোনা মহামারিতে দৈনিক মৃত্যুর সংখ্যা কিছুটা বাড়লেও নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে।

মঙ্গলবার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনাক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৫৪৫ জন। নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ৩ লাখ ৯ হাজার ৬১ জন। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৮ লাখ ৭২ হাজার ৩৩১ জনে।

হিসেবে দেখা যায়, আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে ৮ জন। এছাড়াও শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ১০ হাজার। সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ কোটি ৯০ লাখ ১ হাজার ৬৭৭ জনে।

গত একদিনে মৃত্যুতে শীর্ষে রয়েছে রাশিয়া। সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র-ইরান-ব্রাজিল।

চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ২০১৯ সালের ডিসেম্বরে এ ভাইরাস শনাক্তের পর গত বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।