ঢাকা, সোমবার ০৬, মে ২০২৪ ১১:৫৯:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৮২ জন হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫২ পিএম, ১২ অক্টোবর ২০২১ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১৮২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। সোমবার  (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এ বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে সর্বমোট ২০ হাজার ৫১৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন ১৮২ জন। এর মধ্যে ঢাকাতে ১৪৩জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি হয়েছেন ৩৯ জন। বর্তমানে দেশের বিভিন্নসরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৯১৬ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে রাজধানীর ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭৪২ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ১৭৪ জন রোগী ভর্তি রয়েছেন।
 চলতি বছর ১ জানুয়ারি থেকে ১২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগী ২০ হাজার ৫১৮ জনের মধ্যে হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৫২২জন রোগী। এছাড়া চলতি মাসের ১২ অক্টোবর পর্য়ন্ত বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীভর্তি ২,৩২১ জন। চলতি বছর এপর্যন্ত ডেঙ্গুতে ৮০ জনের মৃত্যু।