ঢাকা, শুক্রবার ২৯, মার্চ ২০২৪ ০:০১:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সিলেটে ফাইজারের টিকা দেওয়া শুরু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৩ পিএম, ১৩ অক্টোবর ২০২১ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

সিলেটে প্রথমবারের মতো ফাইজারের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) সকাল থেকে ওসমানী মেডিক‌্যাল কলেজ হাসপাতাল টিকাকেন্দ্রে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। প্রথমদিন টিকা পাবেন ৫০০ প্রবাসী।

সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল  বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, ফাইজারের টিকা নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হয়। এই ব্যবস্থা শুধু ওসমানী মেডিক‌্যাল কলেজ হাসপাতালে আছে। সেখানে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে টিকা দেওয়া হচ্ছে। প্রথমদিন শুধুমাত্র ৫০০ প্রবাসীকে টিকা দেওয়া হচ্ছে।

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, ফাইজারের টিকা নেওয়া জন্য ৫০০ জনকে মেসেজ দেওয়া হয়েছে। আজ শুধুমাত্র তারাই টিকা পাবেন। অন্য তারিখে টিকা দেওয়ার মেসেজ পাওয়া ব্যক্তিরা এই টিকা পাবেন না।


জাহিদুল ইসলাম আরও জানান, ৫ থেকে ৭ হাজার প্রবাসীকে এ ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা রয়েছে। গত সপ্তাহে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সিলেট সিভিল সার্জন কার্যালয়ে ১৯ হাজার ৮৯০ ডোজ টিকা পাঠানো হয়েছে।