ঢাকা, বুধবার ০৮, মে ২০২৪ ২:০৯:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নভেম্বরে প্রত্যাহার হচ্ছে যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৪ পিএম, ১৬ অক্টোবর ২০২১ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

পূর্ণ ডোজ টিকা নেওয়া থাকলে আগামী ৮ নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন বিদেশি দর্শনার্থীরা।

হোয়াইট হাউজ শুক্রবার এ তথ্য জানিয়েছে। খবর সিএনএনের।

হোয়াইট হাউজের সহকারী প্রেস সেক্রেটারি কেভিন মুনোজ এক টুইট বার্তায় বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন ভ্রমণনীতি আগামী ৮ নভেম্বর থেকে শুরু হবে।

এ ঘোষণা ও তারিখ আন্তর্জাতিক উড়োজাহাজ এবং স্থলপথে ভ্রমণ-উভয় ক্ষেত্রেই প্রযোজ্য।  

হোয়াইট হাউজের এক কর্মকর্তা মার্কিন গণমাধ্যম সিএনএনকে বলেন, সিডিসি ইতোমধ্যেই এয়ারলাইন্সগুলোকে জানিয়ে দিয়েছে, এফডিএ অনুমোদিত অথবা জরুরি ব্যবহারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত সব টিকা উড়োজাহাজ ভ্রমণের জন্য গৃহীত হবে।

স্থল পথে ভ্রমণের ক্ষেত্রে একই নিয়ম থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।