স্কটল্যান্ডের জার্সি ডিজাইনার ১২ বছরের রেবেকা
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:৪৫ পিএম, ২০ অক্টোবর ২০২১ বুধবার
ফাইল ছবি
প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে থাকা স্কটল্যান্ডের বিশ্বকাপ জার্সি নিয়েও রয়েছে বেশ উন্মাদনা। বেগুনি নতুন এই বিশ্বকাপ জার্সির ডিজাইনার নিয়ে রয়েছে চমকপ্রদ তথ্য। জার্সি ডিজাইন কে করেছে, শুনলে একটু অবাক হওয়ার মতোই। কোন পেশাদার ডিজাইনার না, মাত্র ১২ বছরের স্কটিশ শিশু রেবেকা ডাউনি এই জার্সির ডিজাইনার। জার্সির দাম ধরা হয়েছে ৫২ দশমিক ৫ ডলার বাংলাদেশি টাকায় যার মূল্য ৬ হাজার ১০০ টাকা।
দুইশো জার্সিকে পেছনে ফেলে রেবেকার জার্সি হয়েছে প্রথম। এমন সম্মানে পেয়ে বেশ খুশি ১২ বছর বয়সী রেবেকা। রেবেকা বলে, ‘আমি যখন জানতে পারলাম, আমি প্রতিযোগিতাটি জিতেছি তখন থেকেই খুবই উচ্ছ্বসিত ছিলাম। চোখের সামনে জার্সিটি দেখতে পারার পর আমি আরও খুশি। দলের সঙ্গে দেখা করতে পারাটা এক অন্যরকম অনুভূতি।
স্কটল্যান্ড অধিনায়ক কাইল কোয়েটজারেরও বেশ ভালো লেগেছে জার্সিটি। জানান, স্মরণীয় পারফর্ম্যান্স দিয়েই এই জার্সিটি স্মরণীয় করে রাখতে চান তিনি।
