শিক্ষামন্ত্রীর নামে প্রতারণা, শিক্ষার্থীদের সতর্ক থাকার আহবান
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:০৮ পিএম, ২০ অক্টোবর ২০২১ বুধবার
ফাইল ছবি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নাম ব্যবহার করে প্রতারণা করে আসছে একটি অসাধু চক্র। করোনার কারণে শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়া হবে- ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রচারণা চালাচ্ছে চক্রটি। প্রচারণা চালিয়ে বিভ্রান্ত করার পাশাপাশি শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। চক্রটি তাদের মোবাইল নম্বর ঘন ঘন পরিবর্তন করছে। বিষয়টি নজরে এলে সব শিক্ষার্থীদের সতর্ক থাকতে বলেছেন শিক্ষামন্ত্রী।
প্রতারণার বিষয়টি জানিয়ে ফেসবুকের এক পোষ্টে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বলেন, প্রতারকরা শিক্ষামন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণার অভিনব ফাঁদ পেতেছে। তাই শিক্ষার্থীদের সচেতন থাকতে বলেছেন শিক্ষামন্ত্রী।
জানা গেছে, প্রতারণার বিষয়টি নজরে আসলে এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে সংশ্লিষ্টরা।
