ঢাকা, বৃহস্পতিবার ০২, মে ২০২৪ ১২:৪৯:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ১৯ নারী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৭ এএম, ২২ অক্টোবর ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

সীমান্ত পথে ভারতে পাচার হওয়া বাংলাদেশের ১৯ নারী দীর্ঘ কারাভোগের পর দেশে ফিরে এলো।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে এই ১৯ নারীকে হস্তান্তর করে। হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজু আহম্মেদ।


এই ১৯ নারীর ১২ জনকে এনজিও সংস্থা যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার, ৬ জনকে রাইটস যশোর এবং ১ জনকে যশোর মহিলা আইনজীবি সমিতি গ্রহণ করেছে।

হস্তান্তরকালে জানানো হয়, এসব নারীদের ২ থেকে ৩ বছর আগে বিভিন্ন সীমান্ত পথে ভারতে পাচার হয়।

জাস্টিস এন্ড কেয়ারের যশোর শাখার সিনিয়ার প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন জানান, সংসারে অভাব-অনটনের সুযোগ নিয়ে বিভিন্ন সময় ভালো কাজের কথা বলে দালালরা তাদের ভারতে পাচার করেছিলো।