ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ৬:৫৭:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিএফইউজে নির্বাচন: সর্বোচ্চ ভোটে সদস্য পদে জয়ী সুইটি 

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১২ এএম, ২৪ অক্টোবর ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনে দেশ রুপান্তরের প্রধান প্রতিবেদক নির্বাহী পরিষদ সদস্য পদে সর্বোচ্চ ভোটে(১০২২) জয়ী হয়েছেন উম্মুল ওয়ারা সুইটি।

এবারের নির্বাচনে নারী প্রতিযোগিদের মধ্যে দফতর সম্পাদক পদে সেবীকা রানী, নির্বাহী সদস্য পদে উম্মুল ওয়ারা সুইটি ছাড়াও নূরে জান্নাত সীমা নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৩ অক্টোবর) সকাল ৯টায় জাতীয় প্রেস ক্লাবে ভোটগ্রহণ শুরু হয়। রাজধানী ঢাকাসহ সারাদেশের ১০টি কেন্দ্রে বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ চলে।

এবার বিএফইউজে নির্বাচনে নয়জন কেন্দ্রীয়সহ মোট প্রার্থী ৯৩ জন। মোট ভোটার তিন হাজার ৯৮০ জন।

বিএফইউজে নির্বাচনে সভাপতি-মহাসচিব পদে ওমর ফারুক-দীপ আজাদ বেসরকারীভাবে জয়লাভ করেছেন।