হুইলচেয়ারে চড়ে ভর্তিযুদ্ধে শাহনাজ আক্তার
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:১৮ এএম, ২৫ অক্টোবর ২০২১ সোমবার
শাহনাজ আক্তার
শাহনাজ আক্তার; জন্ম থেকেই দুই পা অচল, চলাচল করতে হয় হুইলচেয়ারে। তবে এই প্রতিবন্ধকতা দমিয়ে রাখতে পারেনি তাকে।
মেধার পাশাপাশি অদম্য ইচ্ছেশক্তি ও চেষ্টায় অব্যাহত রেখেছেন পড়াশোনা। স্বপ্ন দেখেন ভবিষ্যতে শিক্ষার আলো থেকে বঞ্চিত ও শারীরিকভাবে অক্ষম মানুষের কল্যাণে কাজ করার।
কুমিল্লার লালমাই উপজেলার বাসিন্দা শাহনাজ আক্তার। গুচ্ছ পদ্ধতির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় গতকাল কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কেন্দ্রে অংশগ্রহণ করেন তিনি।
পরীক্ষা শেষে ভর্তি পরীক্ষায় দায়িত্বরত স্কাউট সদস্যদের সহায়তায় অটোরিকশায় উঠছিলেন শাহনাজ। সেখানেই কথা হয় শাহনাজ ও তার মা নূরজাহান বেগমের সঙ্গে।
নূরজাহান বেগম জানান, জন্ম থেকেই ভিটামিনের অভাবে শাহনাজের দুই পা অবশ। তার মেধা অনেক ভালো হওয়ায় সে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ধাপ পর্যন্ত আসতে পেরেছে।
তিনি আরও বলেন, পড়ালেখা শেষ করার পর আমার মেয়েকে যদি সরকার কোনো চাকরির ব্যবস্থা করে দেয়, তা হলে অনেক উপকার হবে।
শাহনাজ বলেন, আমার এতদূর আসার পেছনে মায়ের অনুপ্রেরণা সবচেয়ে বেশি। যারা শিক্ষাবঞ্চিত ও শারীরিকভাবে অক্ষম, তাদের নিয়ে আমি ভবিষ্যতে কাজ করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।
