ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ১৩:২৭:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিরাট-আনুষ্কার বিয়েতে অতিথি থাকছেন যারা!

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৯:০৯ পিএম, ৯ ডিসেম্বর ২০১৭ শনিবার | আপডেট: ০৯:২২ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৭ রবিবার

ভক্তদের মাঝে এখন বিরাট-আনুষ্কা বিয়েকে ঘিরে সাজো সাজো রব। তৈরি হয়ে গিয়েছে তাদের বিয়ের আমন্ত্রিতদের তালিকা। চুপি চুপি বিয়ে সারলেও বিয়েতে আমন্ত্রিতদের নাম ইতিমধ্যেই আলোচনায় উঠে আসতে শুরু করেছে। বিরাট ও আনুষ্কার আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদেরই নিমন্ত্রণপত্র পাঠিয়েছেন বিরাট-আনুষ্কা। ১৫ থেকে ২০ জনের নামই শোনা যাচ্ছে।

 

কারা রয়েছেন ইতালিতে বিরুষ্কার বিয়েতে আমন্ত্রিতের তালিকায়!

 

শোনা যাচ্ছে, শচিন তেন্ডুলকার, যুবরাজ সিং, বিরাটের ছোটবেলার কোচ রাজকুমার শর্মা ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও বলিউড তারকাদের মধ্যে রয়েছেন বাদশা শাহরুখ খান, আমির খান, ব্র্যান্ড বাজা বারাতের পরিচালক মনীশ শর্মা, প্রযোজক আদিত্য চোপড়া। শোনা যাচ্ছে ক্যাটরিনা কইফ, করণ জোহর, রণবীর কাপুরের নামও।

 

তবে বলিউডে সূত্রে খবর ইতালিতে ১৫ ডিসেম্বর বিয়ে সারার পর মুম্বইয়ে ফিরে গ্র্যান্ড রিসেপশনও দিতে চলেছেন বিরুষ্কা। খুব সম্ভবত ২১ কিংবা ২২ ডিসেম্বর হতে পারে সেই রিসেপশন পার্টি। সেখানে অবশ্য বলিউড থেকে শুরু করে ক্রিকেট জগত সকল তারকারাই উপস্থিত থাকবেন বলে শোনা যাচ্ছে।