ঢাকা, শনিবার ২০, ডিসেম্বর ২০২৫ ১৪:২৪:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সুপার টুয়েলভেও জয় পেল নামিবিয়া

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১১ এএম, ২৮ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচেও জিতলো নামিবিয়া। বৃহস্পতিবার  গ্রুপ-২এর ম্যাচে স্কটল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামা নামিবিয়া। অন্য দিকে সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচেও হারলো স্কটিশরা।  
আবু ধাবিতে টস জিতে প্রথমে বোলিং করতে নামে নামিবিয়া। বল হাতে নিয়ে শুরুতেই  ২ রানে ৩ উইকেট শিকার করে স্কটল্যান্ডকে চাপে ফেলে দেয় নামিবিয়ার বোলাররা। এরপর ৫৭ রানেই  ৫ উইকেটের পতন ঘটে স্কটিশদের।
পরবর্তীতে মাইকেল লিস্কের ৪৪ ও ক্রিস গ্রেভসের ২৫ রানের কল্যাণে তিন অংকে পৌঁছায় স্কটল্যান্ডের ইনিসের।  নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১০৯ করে তারা। নামিবিয়ার রুবেন ট্রামপেলমান ১৭ রানে ৩ উইকেট নেন।
জয়ের জন্য ১১০ রানের লক্ষ্যে খেলওত নেমে শুরুটা ভালো হলেও মাঝে উইকেট হারিয়ে চাপে পড়ে যায়  নামিবিয়াও। কিন্তু ছয় নম্বরে নামা জেজে স্মিথের ২৩ বলে অপরাজিত ৩২ রানে  ৫ বল বাকি থাকতেই জয় নিয়ে মাঠে ছাড়ে নামিবিয়া। এছাড়া ওপেনার ক্রেইগ উইলিয়ামস ২৩ রান করেন।
ম্যাচ সেরা হন নামিবিয়া ট্রামপেলমান।
আগামী ৩১ অক্টোবর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে নামিবিয়া। আর ৩  নভেম্বর নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে স্কটল্যান্ড।