ঢাকা, শনিবার ২০, ডিসেম্বর ২০২৫ ১৪:২২:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পুরুষদের পেশাদার ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে কোচ সারা টেলর

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০৮ এএম, ৩০ অক্টোবর ২০২১ শনিবার

পুরুষদের পেশাদার ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে কোচ সারা টেলর

পুরুষদের পেশাদার ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে কোচ সারা টেলর

এই প্রথমবার পেশাদার ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে পুরুষ ক্রিকেট দলের কোচিংয়ের সঙ্গে যুক্ত হলেন কোনও নারী। শুক্রবার আবু ধাবি টি-টেন লিগের দল টিম আবু ধাবি সহকারী কোচ হিসেবে ঘোষণা করল ইংল্যান্ডের নারী ক্রিকেটার সারা টেলরের নাম। আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা।

নারী ক্রিকেটে অন্যতম সেরা উইকেটকিপার হিসেবে গণ্য করা হয় সারাকে। এর আগে ইংল্যান্ডের কাউন্টি দল সাসেক্সের বিশেষজ্ঞ কোচ হিসেবেও কাজ করেছেন তিনি। সেই অভিজ্ঞতাই এবার কাজে লাগাতে চাইছেন আবু ধাবির হয়ে। সারার আশা, তার এই কাজ দেখে দেশ-বিদেশে অন্যান্য নারী ক্রিকেটাররাও অনুপ্রাণিত হবেন।

আবু ধাবির সহকারী কোচ হয়ে সারা বলেছেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ক্রিকেটার এবং কোচেরা আসে। আমি চাই বিশ্বের যে কোনও জায়গায় বসে থাকা যে কোনো নারী ক্রিকেটাররা যেন আমাকে দেখে বলতে পারে, যদি ও পারে তাহলে আমি নয় কেন?

২০০৬ সালে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয় সারার। দেশের হয়ে ১০টি টেস্ট, ১২৬টি একদিনের ম্যাচ এবং ৯০টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ২০১৯ সালের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। ‘দ্য হানড্রেড’ প্রতিযোগিতার মাধ্যমে পেশাদার ক্রিকেটে প্রত্যাবর্তন হয় তার।