বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক রোজিনা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৩৭ পিএম, ৩০ অক্টোবর ২০২১ শনিবার
ফাইল ছবি
স্বাস্থ্যখাতে প্রতিবেদনের জন্য ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২১’ পেয়েছেন দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলাম। মোট ২২ জন সাংবাদিক এ পুরষ্কার পেয়েছেন। এদের মধ্যে সংবাদপত্র ও অনলাইন সাংবাদিকতায় ১৩ জন এবং টেলিভিশন ও রেডিও সাংবাদিকতায় ৯ জন সাংবাদিক এ অ্যাওয়ার্ড পেয়েছেন।
মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। রিপোর্টারদের পেশাগত কাজের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর এ পুরস্কার দিয়ে থাকে ডিআরইউ।
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম গত ১৭ মে পেশাগত দায়িত্ব পালনে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। সেখানে প্রায় ছয় ঘণ্টা শারীরিক ও মানসিক নির্যাতনের পর তাকে শাহবাগ থানায় পাঠানো হয়। সে রাতেই মামলা দেখিয়ে পরদিন তাকে কারাগারে পাঠানো হয়। রোজিনা ইসলামকে আটক, নির্যাতন, মামলা ও কারাগারে প্রেরণের ঘটনায় দেশের সাংবাদিক সমাজ সরব হয়। তার মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও তার ওপর নির্যাতনকারীদের বিচারের দাবিতে দেশজুড়ে সাংবাদিকেরা প্রতিবাদ ও আন্দোলন করেছেন। গত ২৩ মে রোজিনা ইসলামের জামিন হয়। ২৩ মে বিকেলেই গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। গত জুলাই মাসে তিনি কাজে যোগ দেন। স্বাস্থ্যখাতে প্রতিবেদনের জন্য তিনি এবার ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২১’ পেলেন।
ডিআরইউ সভাপতি মুরসালীন নোমানীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআরইউ’র সাবেক সভাপতি ও বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড জুরি বোর্ডের চেয়ারম্যান শাহজাহান সরদার, নগদের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ, নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিআরইউর সাধারণ সম্পাদক মসিউর রহমান খান। বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল।
