ঢাকা, শনিবার ২০, ডিসেম্বর ২০২৫ ৬:৫৫:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চমেক বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৪১ পিএম, ৩০ অক্টোবর ২০২১ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের জেরে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও আবাসিক হল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ বিষয়ে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শনিবার দুপুরে বাংলাদেশ জার্নালকে এ তথ্য জানান চমেক অধ্যক্ষ ডা. সাহেনা আকতার।

এদিকে শিক্ষার্থীদের আজ সন্ধ্যার মধ্যে আবাসিক হল ছাড়ার নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রশাসন।

জানা গেছে, গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টায় প্রথম দুই পক্ষের মধ্যে ছাত্রবাসে সংঘর্ষ হয়। পরে দ্বিতীয় দফায় আজ (৩০ অক্টোবর) শনিবার সকাল ৯টার দিকে আবারও সংঘর্ষে জড়ায় উভয় গ্রুপ। এতে মাহফুজুল হক (২৩), নাইমুল ইসলাম (২০) এবং আকিব হোসেন (২০) নামের তিনিজন আহত হন।

এদের মধ্যে আকিব শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসন চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। আর মাহফুজ ও নাইমুল ইসলাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।

পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ক্যাম্পাসে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।