প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারে কম্বল প্রদান
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:০৪ পিএম, ৩০ অক্টোবর ২০২১ শনিবার
ফাইল ছবি
দেশের শীতার্ত ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিতরণের লক্ষ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর পক্ষ থেকে ৭৫,০০০ (পঁচাত্তর হাজার) পিস কম্বল প্রধানমন্ত্রীর কার্যালয়ের ত্রাণ ভান্ডারে প্রদানের জন্য হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উক্ত অনুষ্ঠানে ডিজিটাল প্লাটফর্মে অংশগ্রহণ করেন।
শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান, এমপি এবং ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এর নিকট উক্ত কম্বলের নমুনা হস্তান্তর করেন।
