শামির পাশে দাঁড়ানোয় বিরাট-কন্যাকে ধর্ষণের হুমকি
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৬:৫২ এএম, ২ নভেম্বর ২০২১ মঙ্গলবার
শামির পাশে দাঁড়ানোয় কোহলীর মেয়েকে ধর্ষণের হুমকি।
চলতি বছর টি-টুয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে হারের পর সমালোচিত হন ভারতীয় বলার মোহাম্মদ শামি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে শামির পাশে দাঁড়িয়ে সমালোচকদের কড়া বার্তা দিয়েছিলেন বিরাট কোহলী। এই ‘অপরাধে’ তার দশ মাসের মেয়েকে দেওয়া হল ধর্ষণের হুমকি।
অনেকে ভেবেছিলেন সেই কাজ পাকিস্তানের কোনও ব্যক্তির করা। তবে সোমবার জানা গেল, অত্যন্ত নিন্দনীয় এই কাজের পিছনে রয়েছে এক দক্ষিণপন্থী ভারতীয় টুইটার ব্যবহারকারী।
গত শনিবার সংবাদ সম্মেলনে শামির সমালোচকদের দ্ব্যর্থহীন ভাষায় আক্রমণ করেছিলেন কোহলী। বলেছিলেন, ধর্ম নিয়ে কাউকে এ রকম আক্রমণ করা মানবিকতার সব থেকে নিচু স্তর। সাফ জানান, এ ধরনের বিষয় কোনও দিন বরদাস্ত করা হবে না।
এর পরেই গত ৩০ অক্টোবর রাত ১১.৫৫ মিনিটে আমেনা নামে এক টুইট ব্যবহারকারী কোহলীর মেয়ে ভামিকাকে ধর্ষণের হুমকি দিয়ে একটি টুইট করে। কোহলী সমর্থকরা সঙ্গে সঙ্গে একযোগে সেই টুইটের তীব্র বিরোধিতা করতে থাকেন। অনেকে বলতে থাকেন, এই টুইট পাকিস্তানের কোনও ব্যক্তির করা। কারণ সেই অ্যাকাউন্টে পাকিস্তানের জার্সি পরা এক নারী ক্রিকেটারের ছবি দেওয়া রয়েছে।
কিন্তু সোমবার ‘বুম’ নামে একটি ওয়েবসাইটের পক্ষে দাবি করা হয়েছে, পাকিস্তানের কেউ নয়, শত্রু রয়েছে ঘরেই! তেলুগুভাষী দক্ষিণপন্থী কোনও ব্যক্তির করা এই টুইট, যে আগে অন্য একটি নাম ব্যবহার করে টুইট করত। কিছুক্ষণ পরেই অবশ্য টুইটটি মুছে দেওয়া হয়।
ওই ব্যবহারকারীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা নিয়ে টুইটারের তরফে কোনও উত্তর মেলেনি। তবে মনে করা হচ্ছে, ওই ব্যক্তি তেলঙ্গানা বা হায়দরাবাদের বাসিন্দা। ওই টুইটার প্রোফাইল থেকে তেলুগু ভাষায় একাধিক টুইট রয়েছে। শুধু তাই নয়, দক্ষিণপন্থী একাকাধিক পোস্ট রিটুইট করা হয়েছে ওই অ্যাকাউন্ট থেকে।
