ঢাকা, শনিবার ২০, ডিসেম্বর ২০২৫ ১৪:২৩:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লজ্জার স্কোর করল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৩৬ পিএম, ২ নভেম্বর ২০২১ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লজ্জার স্কোর করল বাংলাদেশ। ইনিংসের ১০ বল হাতে রেখেই ৮৪ রানে অলআউট বাংলাদেশ। আবুধাবির শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার সঙ্গে চরম ব্যাটিং বিপর্যয় হয়েছে বাংলাদেশের। পাওয়ার প্লের প্রথম ছয় ওভারেই ড্রেসিংরুমে ফিরেছেন দলের ছয় ব্যাটার।

ধীরে শুরু করা দুই ওপেনার নাইম শেখ ও লিটন দাস আগাচ্ছিলো ঠিকঠাকই। দলীয় ২২ রানে কাগিসো রাবাদার বলে পুল করতে গিয়ে শর্ট মিড উইকেটে ধরা পড়ে নাইম (৯)। উইকেটে এসেই গোল্ডেন ডাক মেরে বিদায় নেন সৌম্য সরকার। অভিজ্ঞ মুশফিকও রানের খাতা খোলার আগেই রাবাদার বলে পরাস্ত। ছয় ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ২৮ রান।


উইকেটে এসে থিতু হতে পারিনি কোন ব্যাটসম্যানই। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ফেরেন ৩ রানে। দলের হয়ে তৃতীয় শূন্য করেন আফিফ হোসেন। এরপর বলার মতো স্কোর ২৭ রান করেন শেখ মেহেদী।

বল হাতে প্রোটিয়াদের নজর কাড়ে কাগিসো রাবাদা ও আনরিক নর্কিয়া। দুজনই পান তিনটি করে উইকেট।

এর আগে, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে সুপার টুয়েলেভ যাত্রা শুরু করে বাংলাদেশ দল। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলেও ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা।

বাংলাদেশের একাদশ

মোহাম্মদ নাইম, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, শামীম হোসেন, মেহেদী হাসান, নাসুম হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ

রেজা হেনড্রিকস, কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, আনরিক নর্কিয়া, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও তাবারিজ শামসি।