ঢাকা, শনিবার ২৭, ডিসেম্বর ২০২৫ ৩:৫৭:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

প্রিয়ভাষিণীর চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৭:২৯ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৭ বুধবার | আপডেট: ১২:২২ এএম, ১৪ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার

প্রখ্যাত ভাস্কর ও মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণীর চিকিৎসার জন্য ৯ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।


আজ বুধবার বিএসএমএমইউ-এর মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহকে প্রধান করে এ মেডিকেল বোর্ড গঠন করা হয়।

বর্তমানে ফেরদৌসী প্রিয়ভাষিণী এই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাকে তত্ত্বাবধান করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।


বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন জানান, বর্তমানে ফেরদৌসী প্রিয়ভাষিণীর অক্সিজেন প্রয়োজন হচ্ছে না এবং কিডনীর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। রোগী স্থিতিশীল রয়েছেন তবে এখনও শংকামুক্ত নন।


তিনি জানান, শিল্পী প্রিয়ভাষিণী দীর্ঘদিন কিডনী, হৃদরোগ, উচ্চরক্তচাপ, ডায়াবেটিস এবং থাইরয়েড রোগে ভুগছেন।


এদিকে আজ বিকেলে স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম, মৎস ও প্রাণী সম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া ফেরদৌসী প্রিয়ভাষিণীকে দেখতে বিএসএমএমইউতে যান। তারা শিল্পীর চিকিৎসার খোঁজ-খবর নেন।