ঢাকা, বৃহস্পতিবার ২৫, ডিসেম্বর ২০২৫ ১১:৫১:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আসছে ফাইজারের তৈরি কোভিড ট্যাবলেট

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১৬ এএম, ৬ নভেম্বর ২০২১ শনিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

শিগগিরই বাজারে আসতে পারে ফাইজারের তৈরি করোনা চিকিৎসার ট্যাবলেট। যে সব কোভিড রোগীর অবস্থা সঙ্কটজনক হওয়ার আশঙ্কা রয়েছে, তাদের হাসপাতালে ভর্তি হওয়া ও মৃত্যুর ঝুঁকি প্রায় ৮৯ শতাংশ কমিয়ে দিচ্ছে ওই অ্যান্টিভাইরাল পিল। শুক্রবার তা জানিয়েছে আমেরিকার ওষুধপ্রস্তুতকারক এই সংস্থা।

ফাইজার জানিয়েছে, মোট এক হাজার ২১৯ জন রোগীর উপর  একটি পরীক্ষা চালানো হয়েছে। এদের মধ্যে কিছু রোগীকে ট্যাবলেট আর কিছু রোগীকে প্লেসিবো দেওয়া হয়েছিল। কোভিডের উপসর্গ ধরা পড়ার তিনদিন পর থেকে যাদের ওই ট্যাবলেট দেওয়া হয়েছিল, তাদের মধ্যে মাত্র ০.৮ শতাংশ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে পরে। ২৮ দিন ধরে চলা চিকিৎসায় কেউ মারা যাননি। আর যাদের প্লেসিবো দেওয়া হয়েছে, তাদের মধ্যে সাত শতাংশ মানুষকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে।

সম্প্রতি ব্রিটেনের বাজারে কোভিড চিকিৎসার ট্যাবলেট হিসাবে স্বীকৃতি পেয়েছে মার্ক এবং রিজব্যাক বায়োথেরাপিউটিক্সের ‘মলনুপিরাভির’। এই ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালে যে রিপোর্ট এসেছিল, তাকে ছাপিয়ে গেছে ফাইজারের ট্যাবলেট। যদিও মানবদেহে পরীক্ষার সম্পূর্ণ রিপোর্ট এখনও প্রকাশ করেনি দুই সংস্থা।

ফাইজার জানায়, জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য শীঘ্রই ক্লিনিক্যাল ট্রায়ালের রিপোর্ট আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে পাঠাবে তারা। ওষুধপ্রস্তুতকারক সংস্থা জানিয়েছে, চলতি বছরের শেষ দিকে ট্যাবলেটের আরও এক লক্ষ ৮০ হাজার প্যাক তৈরি করবে তারা। পরের বছর তৈরি হবে আরও পাঁচ কোটি প্যাক।