ঢাকা, শনিবার ২০, ডিসেম্বর ২০২৫ ১২:২১:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বঙ্গবন্ধু সার্ফিংয়ে মান্নান ও ফাতেমা সেরা

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩৩ পিএম, ৬ নভেম্বর ২০২১ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বঙ্গবন্ধু জাতীয় সার্ফিং টুর্নামেন্টে পুরুষ সিনিয়র বিভাগে আবদুল মান্নান, নারী বিভাগে ফাতেমা এবং জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন হান্নান। মান্নান ও হান্নান দুই জনই সহোদর। শনিবার টুর্নামেন্টে সিনিয়র বিভাগে ২১ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন মান্নান। নারীদের বিভাগে সর্বাধিক ১৪ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হন ফাতেমা।
ছেলেদের জুনিয়র বিভাগে ১১ পয়েন্ট নিয়ে সেরা হন হান্নান। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

এ সময় সার্ফিং অ্যাসোসিয়েশনের সভাপতি (সাবেক মন্ত্রী) কাজী ফিরোজ রশীদ এমপি, যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও ব্রাক্ষ্মনবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ফাহিমা খাতুন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. আসাদুজ্জামান ও কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।

এবারের আসরে দেশের ১০৭ জন সার্ফার অংশ নিয়েছেন।