ভোলায় বাল্যবিয়ে প্রতিরোধে স্কুল কুইজ প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৮:৫৮ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ১০:২৭ পিএম, ২১ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার
ভোলা জেলায় শিশু বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক স্কুলভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সমন্বিত শিশুবিবাহ রোধ কর্মসূচির অংশ হিসেবে শহরের টাউন মাধ্যমিক বিদ্যালয়ে এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শিশু বিবাহ, শিশু শ্রম ও শিশু শাস্তি বিষয়ের উপর ২০টি প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়।
ইউনিসেফের সহায়তায় কোস্ট ট্রাস্ট-এর (আইইসিএম) প্রকল্পের আয়োজনে আল-হেরা বালিকা দাখিল মাদ্রাসা ও টাউন মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা বাল্য বিবাহের কুফল, জন্ম-নিবন্ধনের প্রয়োজনীয়তা, হাত ধোয়া, শারীরিক শাস্তির ক্ষতিকর প্রভাবসহ নানা বিষয় সম্পর্কে জানতে পারে। প্রতিযোগিতা শেষে প্রতিটি কুইজ অনুষ্ঠানে ১০ জন করে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, টাউন হাইস্কুলের প্রধান শিক্ষক মো. শাহাবুদ্দিন, কোস্ট ট্রাস্ট-এর (আইইসিএম) প্রকল্পরে এপিও দেবাশীষ মজুমদার, মিডিয়া অফিসার আদিল হোসেন, সহকারী শিক্ষক নুরজাহান, বেবি দাশ, শিল্প রানী, আল হেরা বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবুল খায়ের, সহকারী সুপার ইকবাল হোসেন, নাছির আহম্মেদ, সিহাব হোসেন, নুরনবী, আবুল খায়ের, ইউনিয়ন সম্মনয়কারী আনজুমানারা বেগম, ওয়ার্ড প্রমোটর মো. ঈসা রুহুল্লাহ প্রমুখ।
প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষাথদে মধ্যে রয়েছে, আল-হেরা বালিকা দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর শিক্ষার্থী আফসানা, তামান্না বেগম, নবম শ্রেণীর শিক্ষার্থী নাছিমা, শাহিনাসহ আরো অনেকে।
তারা জানায়, এ ধরনের কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে পেরে তাদের কাছে খুব ভালো লাগছে। এর মাধ্যমে বাল্য বিবাহের কুফলসহ নানা বিষয় জানতে পেরেছে এবং এই বিষয়গুলো তাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে বলে তারা জানায়।
সূত্র : বাসস
