বছরের শুরুতে শিক্ষার্থীরা নতুন বই পাবে: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:০৩ পিএম, ৬ নভেম্বর ২০২১ শনিবার
বছরের শুরুতে শিক্ষার্থীরা নতুন বই পাবে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী বছরের শুরুতেই শিক্ষার্থীরা সময়মতো নতুন বই পাবে। আমরা এমনটাই প্রত্যাশা করছি।
আজ শনিবার চাঁদপুরে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, বিগত বছরের মতো এবারো নতুন বই শিক্ষার্থীরা পাবে। করোনা পরিস্থিতিতেও সে লক্ষ্যে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আশা করা যাচ্ছে, প্রতিবছরের মতো এবারো বছরের শুরুতে শিক্ষার্থীরা নতুন বই পাবে।
