সেমিতে কিউরা, ভারতসহ আফগানদের বিদায়
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ৭ নভেম্বর ২০২১ রবিবার
ফাইল ছবি
শেষ চার নিশ্চিত করে নিয়েছে নিউজিল্যান্ড। আফগানিস্তানের বিপক্ষে আট উইকেটের বড় ব্যবধানে জিতেছে কিউইরা। এতে ভারতসহ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় হলো আফগানদের।
রোববার (৭ নভেম্বর) শেখ আবু জায়েদ স্টেডিয়ামে মোহাম্মদ নবী নেতৃত্বাধীন দলটির দেয়া ১২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১ বল হাতে রেখেই ম্যাচটি নিজেদের করে নেয় ব্ল্যাকক্যাপসরা।
গ্রুপ টু থেকে পাকিস্তানের পর দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত হলো নিউজিল্যান্ডের। অন্যদিকে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপের শেষ চারের স্বপ্ন শেষ হলো এবারের আয়োজক ভারতের।
এদিন আবুধাবিতে সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৬ রানের মাথায় নিউজিল্যান্ডের প্রথম উইকেটের পতন হয়। মুজিব উর রহমান ১৭ রান করা ড্যারিল মিচেলের উইকেট তুলে নেন। অন্যদিকে নবম ওভারে আরেক ওপেনার মার্টিন গাপটিলকে ফিরিয়ে দেন রশিদ খান।
তৃতীয় উইকেটে কেন উইলিয়ামসন ও ডেভন কনওয়ের ৬৮ রানের জুটিতে ম্যাচ নিজেদের করে নেয় কিউইরা।
