ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:১১ পিএম, ৮ নভেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে করোনায় কেউ মারা যায়নি।
সোমবার (৮ নভেম্বর) সকালে মমেকের হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন, ময়মনসিংহ সদর উপজেলার নবী মিয়া (৩০) ও শেরপুর সদরের সোহরাব (৬২)।
ডা. মহিউদ্দিন খান মুন বলেন, মমেক হাসপাতালের করোনা ইউনিটে ৪১ রোগী চিকিৎসাধীন আছেন। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন আটজন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটজন।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৮৪ নমুনা পরীক্ষা করে দুইজন করোনা শনাক্ত হয়েছেন।
