রাজধানীতে ১০ দিনে টিকা পেয়েছে দেড় লাখ শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:০০ এএম, ১১ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
চলতি বছরের ১ নভেম্বর থেকে ঢাকা মহানগরে ৮টি স্কুলে ১২-১৭ বছরের শিক্ষার্থীদের করোনা টিকাদান চলছে। এই ১০ দিনে প্রায় দেড় লাখ স্কুলশিক্ষার্থীকে টিকা দেয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এসব তথ্য পাওয়া গেছে।
মাউশির তথ্য মতে, প্রতিদিন ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে টিকা কেন্দ্র থেকে প্রায় ১৮ হাজার টিকা দেওয়া হচ্ছে। ১০ দিনে এক লাখ ৪৬ হাজার ২৮৯ জন শিক্ষার্থীকে টিকা দেয়া হয়েছে।
যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে টিকা দেয়া হচ্ছে- মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে, ঢাকার হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল, সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, চিটাগং গ্রামার স্কুল, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা কমার্স কলেজ, কাকলি হাইস্কুল অ্যান্ড কলেজ, সাউথ ব্রিজ স্কুল, স্কলাসটিকা স্কুল।
