ভুটানকে হারিয়ে ফাইনালের পথে বাংলার কিশোরীরা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৭:১০ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৩:১৪ পিএম, ২০ ডিসেম্বর ২০১৭ বুধবার
সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে প্রথম আসরে বাংলাদেশের কিশোরীরা আবারো জয় পেয়েছে। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেছে বাংলাদেশ।
ঘরের মাঠে নিজেদের কাজটা করে রেখেছে বাংলাদেশ। এবার ভারতের বিপক্ষে নেপাল হারলে বা ড্র করলেই ফাইনাল নিশ্চিত হবে স্বাগতিকদের। বাংলাদেশ আগামী বৃহস্পতিবার সাড়ে ১১টায় ভারতের মুখোমুখি হবে।
ভুটানের বিপক্ষে আজ ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। ম্যাচের ১২ মিনিটে মার্জিয়ার কর্ণার থেকে আঁখি খাতুন হেড দিয়ে লিড নেন। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে মার্জিয়ার কর্নার থেকে বাঁ পায়ে আঁখির সাইড ভলিতে ২-০ তে এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের ৭৯ মিনিট জয় নিশ্চিত করে বাংলাদেশ। টানা দুই হারে টুর্নামেন্ট থেকে বাদ পড়ল ভুটান। টুর্নামেন্টের শুরুতে ভারতের বিপক্ষে ৩-০ ব্যবধানে হেরে মিশন শুরু করেছিল তারা।
সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ তহুরা খাতুনের হ্যাটট্রিকে নেপালকে ৬-০ গোলে পরাজিত করে। আগামী বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে খেলবে বাংলাদেশের কিশোরীরা।
