ঢাকা, শনিবার ২০, ডিসেম্বর ২০২৫ ১২:২৩:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সোনার দাম বাড়ল ভরিতে ২৩৩৩ টাকা

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৬ পিএম, ১২ নভেম্বর ২০২১ শুক্রবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

দেশের বাজারে সোনার দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এতে ২২ ক্যারেটের ১ ভরি সোনার নতুন দাম পড়বে ৭৪ হাজার ৩০০ টাকা। শনিবার থেকে এই মূল্য কার্যকর হবে।

শুক্রবার রাতে সমিতর সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধি, দেশে চাহিদার বিপরীতে জোগান কম ও বুলিয়ন মার্কেটে মূল্যবৃদ্ধির কারণে দাম বাড়ানোর কথা জানানো হয়।

নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেট ৭১ হাজার ১৫০ টাকা, ১৮ ক্যারেট ৬২ হাজার ৪০২ টাকা ও সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হবে ৫২ হাজার ৮০ টাকায়। শুক্রবার পর্যন্ত ২২ ক্যারেটের এক ভরি সোনা ৭১ হাজার ৯৬৭ টাকা, ২১ ক্যারেট ৬৮ হাজার ৮১৮ টাকা, ১৮ ক্যারেট ৬০ হাজার ৭০ টাকা ও সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হয়েছে ৪৯ হাজার ৭৪৭ টাকায়।