ঢাকা, শনিবার ২০, ডিসেম্বর ২০২৫ ১২:৪২:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কমনওয়েলথ নারী ক্রিকেট: দিনক্ষণ জেনে নিন

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২২ এএম, ১৩ নভেম্বর ২০২১ শনিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

২০২২ সালের বার্মিংহাম কমনওয়েলথ গেমসে প্রথমবার অন্তর্ভুক্ত করা হচ্ছে টি-২০ ক্রিকেট ইভেন্ট। ঘোষিত হল কমনওয়েলথ গেমস ক্রিকেটের ক্রীড়াসূচি। ২৯ জুলাই ইভেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে ভারতের নারী ক্রিকেট দল। প্রথম ম্যাচে হরমনপ্রীতদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের ফাইনাল অর্থাৎ গোল্ড মেডেল ম্যাচটি অনুষ্ঠিত হবে ৭ আগস্ট।

ভারত কমনওয়েলথ ক্রিকেটের এ-গ্রুপে রয়েছে। অস্ট্রেলিয়া ছাড়াও এ-গ্রুপে ভারত মাঠে নামবে বার্বাডোজ ও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। বি-গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। বি-গ্রুপের চতুর্থ দলের নাম জানানো হয়নি এখনও।

ভারত ৩১ জুলাই মাঠে নামবে পাকিস্তানের বিরুদ্ধে। ৩ আগস্ট হরমনপ্রীতরা মুখোমুখি হবেন বার্বাডোজের। টুর্নামেন্টের ২টি সেমিফাইনাল ম্যাচ আয়োজিত হবে ৬ আগস্ট। ৭ তারিখ ফাইনালের আগে অনুষ্ঠিত হবে ব্রোঞ্জ মেডেল ম্যাচ।

টুর্নামেন্টের সব ম্যাচগুলি অনুষ্ঠিত হবে এজবাস্টনে। উল্লেখ্য, এই প্রথমবার কমনওয়েলথ গেমসে মেয়েদের টি-২০ ক্রিকেট অনুষ্ঠিত হবে। আয়োজক ইংল্যান্ড গ্রুপ লিগের তিনটি ম্যাচ খেলবে যথাক্রমে ৩০ জুলাই (কোয়ালিফায়ার), ২ আগস্ট (দক্ষিণ আফ্রিকা) ও ৪ আগস্ট (নিউজিল্যান্ড)।

কমনওয়েলথ গেমসে ভারতের সূচি:-
২৯ জুলাই, শুক্রবার: বনাম অস্ট্রেলিয়া (বিকাল ৪টে ৩০)
৩১ জুলাই, রবিবার: বনাম পাকিস্তান (বিকাল ৪টে ৩০)
৩ আগস্ট, বুধবার: বনাম বার্বাডোজ (রাত ১১টা ৩০)

আইসিসির চিফ এক্সিকিউটিভ জিওফ অ্যালার্ডিস বলেন-শেষ কয়েক বছরে নারী ক্রিকেটের অভাবনীয় প্রসার ঘটেছে। কমনওয়েলথ গেমস সেই যাত্রাপথের গুরুত্বপূর্ণ মাইলস্টোন। আজকের সূচি ক্রিকেট অনুরাগীদের উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেবে। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালিস্ট দুই দল। আমরা জানি এজবাস্টন এই ম্যাচের উপযুক্ত মঞ্চ প্রদান করতে পারবে। আইসিসির তরফ থেকে কমনওয়েলথ গেমস কতৃপক্ষকে ধন্যবাদ। তারা গুরুত্বপূর্ণ সমর্থন জুগিয়েছে। ২০২২ বার্মিংহামে উত্তেজনাপূর্ণ ক্রিকেট ম্যাচ দেখবার জন্যে মুখিয়ে রইলাম।