ঢাকা, শনিবার ২০, ডিসেম্বর ২০২৫ ১২:২৩:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ছয় বছর পর ঢাকায় পাকিস্তান দল

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫০ এএম, ১৩ নভেম্বর ২০২১ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

তিনটি টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট খেলতে দীর্ঘ ছয় বছর পর বাংলাদেশে পা রেখেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। শনিবার (১৩ নভেম্বর) সকাল ৮.১০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে পাকিস্তান দল। রোববার থেকেই অনুশীলনে নামবে শাহীন শাহ আফ্রিদিরা।

সফরকারী পাকিস্তান দল ঢাকায় পা রাখলেও দলের সাথে আসেননি দলের অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক। আগামী ১৬ই নভেম্বর তাদের ঢাকায় আসার কথা রয়েছে৷

সবশেষ ২০১৫ সালে বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান। সেবার বাংলাদেশের সঙ্গে ২টি টেস্ট, তিনটি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল সফরকারীরা। সেই সফরে টেস্ট সিরিজ জিতলেও সাদা বলের ম্যাচগুলোতে টাইগারদের সামনে দাঁড়াতেই পারেনি সফরকারীরা। একদিনের সিরিজ ৩-০ তে জিতে নিয়েছিল বাংলাদেশ। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের ফলাফলও এসেছিল টাইগারদের পক্ষে।

পাকিস্তানের এবারের বাংলাদেশ সফরে নেই কোনো ওয়ানডে সিরিজ। সিরিজ শুরু হবে টি-টোয়েন্টি দিয়ে। আগামী ১৯ নভেম্বর সিরিজের প্রথম ম্যাচ খেলবে দুই দল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সেই ম্যাচ অনুষ্ঠিত হবে দুপুর দুইটায়৷ হোম অফ ক্রিকেটেই টোয়েন্টি সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ এবং ২২ নভেম্বর৷

এরপরই শুরু লাল বলের লড়াই। দুই দলের মধ্যকার প্রথম টেস্টটি হবে ২৬ থেকে ৩০ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৪ থেকে ৮ ডিসেম্বর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট। এই সিরিজ দিয়েই টেস্ট চ্যাম্পিনশিপের দ্বিতীয় আসরের যাত্রা শুরু হবে মুমিনুল হকদের।