ঢাকা, শনিবার ২৭, ডিসেম্বর ২০২৫ ৪:০৯:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:২৫ পিএম, ২১ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৯:৪৬ পিএম, ২১ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার

রাজধানীর মহাখালী রেলক্রসিংয়ে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারী মারা গেছেন। তার বয়স আনুমানিক ৪৫ বছর।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মহাখালীতে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিউল্লাহ জানান, মহাখালী আমতলী রেল লাইনে ট্রেনে কাটা পড়ে ওই নারী মারা গেছেন। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। নিহত নারীর পরনে প্রিন্টের শাড়ি ছিলো।

ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে বলে জানা গেছে।