পাঠদান শুরুর আগে যে কর্মসূচি পালনের নির্দেশ মাউশির
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৫৪ এএম, ১৬ নভেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে ‘মাদকের বিরুদ্ধে না বলা’ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মঙ্গলবার (১৫ নভেম্বর) এক অফিস আদেশ থেকে এ তথ্য জানিয়েছে মাউশি।
এতে বলা হয়, বর্তমানে যেদিন যে শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস থাকবে, সেদিন পাঠদান শুরুর আগে সেই শ্রেণির শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করবেন। আগামী বছরের জানুয়ারি মাস থেকে তারিখ ও সময় নির্ধারণ করে সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করা হবে।
এর আগে গত ৭ নভেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে পাঠানো এক চিঠিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এ কর্মসূচি গ্রহণের অনুরোধ করা হয়।
