ঢাকা, শনিবার ২০, ডিসেম্বর ২০২৫ ৫:২৩:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেরিতে নেয়া পরীক্ষার সময় আগামীতে সমন্বয় হবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩৩ পিএম, ১৬ নভেম্বর ২০২১ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ৮ মাস দেরিতে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় যে সময় দেরি হয়েছে, তা আগামী বছর সমন্বয় করা হবে। এতে দুশ্চিন্তার কোনো কারণ নেই।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বিশ্বে এখন একটি অতিমারি চলছে। যেই অতিমারির কারণে মানুষের জীবন-জীবিকা সবকিছু থমকে গেছে। তারমধ্যে আমরা যে এই পাবলিক পরীক্ষাগুলো নিতে পারছি, আমি সেজন্য সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি এবং প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশের এই করোনা পরিস্থিতিকে প্রধানমন্ত্রী যেভাবে সামাল দিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সকলে যেভাবে করোনা পরিস্থিতি মোকাবেলা করেছে, তারজন্য আমি ধন্যবাদ জানাই।

মন্ত্রী আরও বলেন, এখন পরীক্ষা দিতে যত সময় দেরি হয়েছে, তা পরবর্তীতে আমরা সমন্বয় করব। কারো অসুবিধা হবে না ইনশাআল্লাহ।
আগামী বছরের পরীক্ষাগুলোও একেবারে যথাসময়ে নেয়ার কোনো সুযোগ নেই। তবে এবছরের মতো এতো দেরি হবে না ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহানাজ প্রমুখ।