ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ১১:০৯:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

অভিযোগ থেকে ভেনাসের মুক্তি

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৮:০৯ পিএম, ২১ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৮:৩১ পিএম, ২১ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার

ফ্লোরিডায় দুটি গাড়ির মধ্যে মারাত্মক সড়ক দুর্ঘটনার অভিযোগ থেকে রেহাই পাচ্ছেন মার্কিন টেনিস তারকা ভেনাস উইলিয়ামস।

গত জুনে ফ্লোরিডায় ভেনাসের গাড়ির সঙ্গে অপর একটি গাড়ির মারাত্মক সংঘর্ষ হলে এক ব্যক্তি মারা যায়। ফ্লোরিডা পুলিশের উদ্ধৃতি দিয়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম বলছে, এ ঘটনায় ভেনাসের বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা হবে না।

ফ্লোরিডার সান সেন্টিনেল পত্রিকায় বুধবার এক খবরে বলা হয়, পাম বিচ গার্ডেনসের ব্যস্ত সড়কে সংঘটিত এ সংঘর্ষে কোনো চালকের দোষ পাওয়া যায়নি। ফলে কোনো অভিযোগ গঠন করা হবে না।

ট্রাফিক পুলিশের তদন্তের কথা উল্লেখ করে পাম বিচ গার্ডেনস পুলিশের দেয়া বিবৃতিতে বলা হয়, ‘তদন্তের ওপর ভিত্তি করে এবং ফ্লোরিডা রাজ্যের নিয়মানুযায়ী এ ঘটনায় কোনো অভিযোগ গঠন করা হবে না।’

ওই ঘটনায় জেরোমে নামের এক ব্যক্তি নিহত হন। তবে পুলিশের তদন্তে বলা হয় তৃতীয় একটি গাড়ি ভেনাসের গাড়ি ওভারটেক করার সময় এ ঘটনা ঘটে। এতে কোনোভাবেই ভেনাস দায়ী নন। ভেনাস ও জোরোমের স্ত্রী বারসন কেউই আহত হননি। ওই ঘটনার ১৩ দিন পর জোরোমে মারা গেলে তার স্ত্রী বারসন ভেনাসের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এএফপি।