এবার ভারত বধ বাংলার মেয়েদের
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৮:৩০ পিএম, ২১ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৫:৪৯ পিএম, ২২ ডিসেম্বর ২০১৭ শুক্রবার
সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচেও জয় পেল বাংলাদেশ। এবার শক্তিশালী ভারতকে ৩-০ গোলে হারিয়ে রাউন্ড রবিন লিগে টানা তৃতীয় জয় তুলে নিল বাংলাদেশি কিশোরিরা।
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বৃহস্পতিবার ভারতের মুখোমুখি হয় বাংলাদেশের মেয়েরা। প্রথমবারের মতো এ টুর্নামেন্টে বাংলাদেশের ফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। ফাইনালের আগে শক্তিশালী ভারতকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসটা আরও বাড়িয়ে নিল বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশ ও ভারত আগামী রোববার শিরোপা লড়াইয়ে ফের মুখোমুখি হবে।
ম্যাচের ৩২ মিনিটে বদলি ফুটবলার আনুচিং মোগিনি বাংলাদেশকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে ডিফেন্ডার শামসুন্নাহার বাংলাদেশকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। ডি বক্সে পাকপি দেবী মিডফিল্ডার শামসুন্নাহারকে ফাউল করলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন।
বিশ্রাম শেষে ম্যাচের ৫৩ মিনিটে আনাই মোগিনির পাস থেকে কোনাকুনি শটে বাংলাদেশকে আর এক ধাপ এগিয়ে দেন মনিকা। ম্যাচে আর কোনো গোল না হওয়ায় ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
গ্রুপ পর্বে এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৬-০ গোলে পরাজিত করে শুভসূচনা করে। দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারালে ফাইনাল নিশ্চিত হয়। এবার ভারতকে হারানোর মধ্য দিয়ে গ্রুপ সেরা হয়েই রোববার শিরোপার লড়াইয়ে নামবে বাংলার কিশোরীরা।
