ঢাকা, বৃহস্পতিবার ২৫, ডিসেম্বর ২০২৫ ১০:২৫:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বায়ুদূষণে বাড়ছে হৃদরোগ ও কিডনিসহ জটিল অসুখ

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১৫ এএম, ১৭ নভেম্বর ২০২১ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বায়ুদূষণের কারণে খুব ক্ষতি হচ্ছে মানুষের হৃৎপিণ্ডের। বেড়ে যাচ্ছে উচ্চ রক্তচাপের মতো রোগ। বাড়ছে কিডনির নানা জটিল অসুখও। সাম্প্রতিক একটি গবেষণা এই খবর দিয়েছে। 

গবেষণাপত্রটি প্রকাশ করা হয়েছে আমেরিকান সোসাইটি অব নেফ্রোলজি (এএসএন)-র ‘কিডনি উইক ২০২১’ শীর্ষক অনলাইন সম্মেলনে। গত ৪ নভেম্বর।

গবেষকরা দেখেছেন, দীর্ঘ দিন ধরে কিডনির অসুখে ভুগছেন (যাকে বলা হয় ‘ক্রনিক কিডনি ডিজিজ’ বা ‘সিকেডি’) এমন প্রাপ্তবয়স্কদের উচ্চ রক্তচাপের সঙ্গে সঙ্গে গ্যালেক্টিন প্রোটিনের পরিমাণও বেড়ে যাচ্ছে বায়ুদূষণের মাত্রাবৃদ্ধির কারণে। এই গ্যালেক্টিন প্রোটিনের পরিমাণ দেহে বাড়লেই হৃৎপিণ্ডে গভীর ক্ষতের সৃষ্টি হয়। আর সেই ক্ষত কিছুতেই সারিয়ে তোলা সম্ভব হয় না। চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় যার নাম ‘মায়োকার্ডিয়াল ফাইব্রোসিস’।

মূল গবেষক আমেরিকার কেস ওয়েস্টার্ন রিজার্ভ বিশ্ববিদ্যালয়ের গবেষক হাফসা তারিক বলেছেন, যখনই আমাদের হৃদযন্ত্রে ফাইব্রোব্লাস্ট নামে একটি বিশেষ ধরনের কোষ কোলাজেন তৈরি করতে শুরু করে, তখনই হয় মায়োকার্ডিয়াল ফাইব্রোসিস। তার ফলে নানা ধরনের হৃদরোগ হয়। ডেকে আনে মৃত্যু।

গবেষকরা দেখেছেন বাতাসে বিশেষ ধরনের দূষণ কণার (পার্টিকুলেট ম্যাটার ২.৫) পরিমাণ বাড়লেই এটা হচ্ছে। সেই কণা বাতাসে কম থাকলে বা একেবারে না থাকলে কিডনি, হৃৎপিণ্ডের ততটা ক্ষতি হচ্ছে না। কিন্তু এটি থাকার কারণে খুব ক্ষতি হচ্ছে কিডনিরও।

গবেষকরা দু’বছর ধরে প্রায় দেড় হাজার রোগীর উপর ক্লিনিক্যাল ট্রায়াল চালিয়ে এই ঘটনা ঘটতে দেখেছেন।