ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ১১:৩৮:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঢাকায় সফরে ব্রাজিলের মেকআপ আর্টিস্ট পালমা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২০ পিএম, ১৭ নভেম্বর ২০২১ বুধবার

ঢাকায় সফরে ব্রাজিলের মেকআপ আর্টিস্ট পালমা

ঢাকায় সফরে ব্রাজিলের মেকআপ আর্টিস্ট পালমা

ব্রাজিলের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেকআপ আর্টিস্ট মিশেলি পালমা ঢাকায় এসেছেন। সাহিদা’স বিউটি ওয়ালেটের আয়োজনে ১৮ ও ১৯ নভেম্বর ঢাকার একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হবে দুইদিনব্যাপী মেকওভার সেমিনারে অংশ নিতে তিনি ঢাকায় এসেছেন।

আজ বুধবার ঢাকা পৌছানোর পর তাকে ফুলেল শুভেচ্ছা জানান অনুষ্ঠানের আয়োজক সাহিদা আহসান। 

তিনি জানান, দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ৭০ জন মেকআপ আর্টিষ্ট ও পার্লার মালিক এই সেমিনারে অংশগ্রহণ করবেন। প্রত্যেক অংশগ্রহণকারীদের সেমিনার শেষে সার্টিফিকেট প্রদান করা হবে। অভিজ্ঞ মেকআপ আর্টিষ্টদের সম্মাননা প্রদান করা হবে। 

উল্লেখ্য, সাহিদা’স বিউটি ওয়ালেট এর কর্নধার সাহিদা আহসান একজন আন্তর্জাতিক সনদ ও সম্মাননাপ্রাপ্ত মেকআপ আর্টিষ্ট। সাহিদা আহসান পরপর দুইবার দেশের বাইরে গিয়ে মিশেলি পালমা’র কাছ থেকে সনদ পেয়েছেন। নিজ দেশে স্বল্প খরচে আন্তর্জাতিক সনদ গ্রহণের সুযোগ তৈরির জন্যই সাহিদা’স বিউটি ওয়ালেটের এই আয়োজন।

এর আগে ২০১৯ সালে ইংল্যান্ডের সুপরিচিত মেকাপ আর্টিস্ট নাঈম খানকে বাংলাদেশে এনেছিলেন সাহিদা আহসান।