ঢাকা, বুধবার ২৪, ডিসেম্বর ২০২৫ ১০:৪৯:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনাভাইরাস: বিশ্বে আরও সাড়ে ৭ হাজার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০১ এএম, ১৯ নভেম্বর ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও ৭ হাজার ৫৭০ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনায় আক্রান্ত হয়েছে ৫ লাখ ৯৬ হাজার ৭১৫ জন।

শুক্রবার (১৯ নভেম্বর) ওয়ার্ল্ডোমিটার এর সবশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট ২৫ কোটি ৬৩ লাখ ৪ হাজার ৬৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫১ লাখ ৪৬ হাজার ১৬৬ জনের।
এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৯৮ হাজার ১০৪ জন এবং মারা গেছেন ১ হাজার ১২১ জন। রাশিয়ায় মারা গেছেন ১ হাজার ২৫১ জন এবং সংক্রমিত হয়েছেন ৩৭ হাজার ৩৭৪ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ১৬৪ জন এবং মারা গেছেন ২৬১ জন। ব্রাজিলে মারা গেছেন ২৭৯ জন এবং সংক্রমিত হয়েছেন ১২ হাজার ৩০১ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ১০৩ জন, তুরস্কে ২২৬ জন, ইউক্রেনে ৭৫২ জন, মেক্সিকোতে ৩৩২ জন, পোল্যান্ডে ৩৭০ জন এবং ফিলিপাইনে ৩০৫ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।